অতৃপ্ত কবি (by অনিরুদ্ধ দে পিয়াস)

তোমার সাথেই বেঁধেছি আমার সুর

বেধেছি পথের দিশা,

তবু তো আমার হয়নি শ্রান্ত

অফুরান অন্বেষা।

বিস্তারিত পড়ুন

কোন সফটওয়্যার ছাড়াই ইউটিউব এর ভিডিও হরেক ফরমেট এ ডাউনলোড করুন!!(ইউটিউব প্রেমিদের অবশ্যপাঠ্য)

বর্তমানে ভিডিও দেখা বা ডাউনলোড করার কথা আসলে আমরা প্রথমেই যে ওয়েবসাইট টির শরনাপন্ন হই সেটা হল ইউটিউব। ইউটিউব এর নাম জানে না এমন লোক খুঁজে পাওয়া মুস্কিল। আজ আমরা দেখব ইউটিউব থেকে কিভাবে কোন সফটওয়্যার ছাড়াই আপনার পছন্দের ভিডিও টি কাঙ্খিত ফরমেটে ডাউনলোড করতে পারবেন। তাহলে কাজের কথা শুরু করা যাক। বিস্তারিত পড়ুন

একটি অন্যরকম ভালবাসার গল্প (BY Abir Abid)

(গল্পের সব চরিত্র, স্থান, কাল এমনকি পুরো গল্পটিই কাল্পনিক। কোন ব্যক্তির সাথে এর কোন মিল থাকলে লেখক দায়ী নয়।)

গতকাল আমাদের নতুন বাসার কাজ শেষ হল। বাসায় মাল-পত্র ওঠানো হচ্ছে। আগে থাকতাম টিনশেডের ১তলা বাসায়। সেটি ভেঙ্গে ২তলা দালান করা হয়েছে। উপর তলায় আমরা থাকব আর নিচ তলা ভাড়া দেওয়া হবে।

১ সপ্তাহ পর…………….

স্কুল থেকে বাসায় যাওয়ার সময় দেখি বাসার সামনে রাস্তায় ১টি অচেনা মেয়ে দাড়িয়ে আছে। এই মেয়েকে আগে এই মহল্লায় দেখি নাই। হইতবা নতুন এসেছে। দেখতে মোটামুটি সুন্দর। আমি ছোটকাল থেকেই বেপরোয়া টাইপের ছেলে। অত্যন্ত জেদি। কোনদিনও কোন মেয়ের দিকে সেরকম ভাবে তাকায় নি। আসলে আমি মেয়েদের দেখে কোনদিনও কোন প্রকার আকর্ষণ অনুভব করি নি। বাসায় যতক্ষণ থাকি কম্পিঊটার আর টিভি। বাইরে গেলে বন্ধুদের সাথে আড্ডা। এই মেয়েকে দেখেও সেরকম কোন অনুভুতি পেলাম না। শুধু ১টু কৌতূহল জাগল। এই এলাকার সব মেয়েকে চিনি, কিন্তু এ কে। অবশ্য পরদিন সব ই জেনে গেলাম। ঐদিন বাসায় গিয়ে দেখি নিচ তলায় মালামাল উঠানো হচ্ছে। বুঝে গেলাম বাসা ভাড়া হয়ে গেছে। তারপরও উপরে গিয়ে আম্মাকে জিজ্ঞাসা করলাম, ‘আম্মা, বাসা ভাড়া হইয়া গেছে’। ‘হ, অই তুই ইকটু নিচে জাইয়া দেইখা আসতি সব ঠিকঠাক উঠাইতেসে কিনা’। ‘নাহ, এখন জামু না। পরে জামু নে’। ‘হ, জাইয়া দেইখা আসিস’। কিন্তু যাওয়া আর হলনা। স্কুল থেকে আসি বিকাল সাড়ে পাঁচটাই। শরীর খুব দুর্বল হয়ে যায়। তাই আর বাইরে যেতে ইচ্ছা করে না। স্কুল শুরু হয় ১২.৩০ এ। নবম শ্রেণীতে উঠেছি এইবার। বিস্তারিত পড়ুন